15.9.14

কুর’আনে বর্ণিত কিছু দু’আ

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة البقرة
Sura Al-Baqara
Sura #2
Medinan


أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ ﴿٦٧﴾

অর্থঃ “আল্লাহর কাছে আশ্রয় চাইছি যেন আমি (মূসা) জাহেলদের অন্তর্ভূক্ত না হই।”


رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿١٢٧﴾

অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে (এটা) গ্রহন করুন, নিশ্চয় আপনি মহা শ্রবণকারী, মহাজ্ঞানী।


رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ ﴿١٢٨﴾

অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আমাদের উভয়কে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য হতেও আপনার অনুগত একদল লোক সৃষ্টি করুন, আর আমাদেরকে ইবাদাতের আহকাম বলে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হোন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, করুনাময়


رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ﴿٢٠١﴾

অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আমাদের ইহকালে কল্যান দান করুন ও পরকালে কল্যান দান করুন এবং জাহান্নামের শাস্তি হতে আমাদেরকে রক্ষা করুন।”


رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ﴿٢٥٠﴾

অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে পূর্ণ সহিষ্ণুতা দান করুন, আর আমাদের পদদ্বয়কে অটল রাখুন এবং কাফিরদের উপর আমাদেরকে সাহায্য করুন।”


آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ﴿٢٨٥﴾

অর্থঃ রাসূল তার প্রতিপালক হতে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করেন এবং মু’মিনগনও (বিশ্বাস করেন); তারা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তাঁর (আল্লাহ) ফেরেশতাগনের উপর, তাঁর (আল্লাহ) কিতাবসমুহের উপর এবং তাঁর (আল্লাহ) রাসূলগনের উপর। ‘(তারা বলে) আমরা তাঁর (আল্লাহ) রাসুলগনের মধ্যে কাউকে পার্থক্য করি না’ তারা বলেঃ ‘আমরা শ্রবন করলাম ও স্বীকার করলাম। হে আমাদের প্রতিপালক! আমরা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকেই চুড়ান্ত প্রত্যাবর্তন’”


لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ﴿٢٨٦﴾

অর্থঃ কোন ব্যক্তিকেই আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না; কারন সে যা উপার্জন করেছে তা তারই জন্য এবং সে যা (অন্যায়) করেছে তা তারই উপর বর্তায়। ‘হে আমাদের প্রতিপালক! যদি আমরা ভুলে যাই অথবা না জেনে ভুল করি তজ্জন্যে আমাদেরকে দোষারোপ করবেন না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তীদের উপর যেরুপ ভার অর্পণ করেছিলেন, আমাদের উপর তদ্রুপ ভার অর্পণ করবেন না। হে আমাদের প্রতিপালক! যা আমাদের শক্তির অতীত ঐরুপ ভার বহনে আমাদেরকে বাধ্য করবেন না, আমাদের ক্ষমা করুন, মার্জনা করুন এবং আমাদের দয়া করুন; আপনিই আমাদের অভিভাবক। অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন’”



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
عمران آل سورة
Sura Aal-e-Imran
Sura #3
Medinan


رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ ﴿٨﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে সত্য লংঘনপ্রবণ করবেন না এবং আপনার নিকট হইতে আমাদেরকে করুণা দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা


رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ ﴿٩﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই আপনি সকল মানুষকে ঐ দিন সমবেতকারী যাতে একটুও সন্দেহ নেই; নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভংগকারী নন।


رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ ﴿١٦﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব আমাদের অপরাধ ক্ষমা করুন এবং জাহান্নামের আগুনের শাস্তি হতে আমাদেরকে রক্ষা করুন।


قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٢٦﴾

অর্থঃ হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাহাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যাহার নিকট হইতে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া নেন; যাহাকে ইচ্ছা আপনি ইজ্জত দান করেন, আর যাহাকে ইচ্ছা আপনি হীন করেন কল্যাণ আপনার হাতেই নিশ্চয়ই আপনি সকল বিষয়ে সর্বশক্তিমান


تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ ۖ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ ۖ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ ﴿٢٧﴾

অর্থঃ “আপনি রজনীকে দিবসের ভিতর প্রবেশ করান এবং দিবসকে রজনীর ভিতর প্রবেশ করান এবং মৃতকে জীবিত করেন এবং জীবিতকে মৃত করেন এবং আপনি যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন।”


رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ ﴿٣٨﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাকে আপনার নিকট হতে সুসন্তান দান করুন; নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী।


رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ ﴿٥٣﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আপনি যা অবতীর্ণ করেছেন, আমরা তা বিশ্বাস করি এবং আমরা রাসূলের অনুসরন করছি; অতএব সাক্ষ্য দাতাদের সাথে আমাদের লিপিবদ্ধ করুন।


رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ﴿١٤٧﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদের অপরাধ ক্ষমা করুন ও আমাদের কাজকর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন; আমাদের চরণসমুহ সুদৃঢ় করুন এবং অবিশ্বাসীদের উপর আমাদের সাহায্য করুন।


الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ﴿١٩١﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আপনি এটা বৃথা সৃষ্টি করেননি; সবই আপনার মহিমা; অতএব আমাদেরকে রক্ষা করুন আগুনের (শাস্তি) হতে।”


رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ ﴿١٩٢﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই আপনি যাকে আগুনে প্রবিষ্ট করান, ফলতঃ নিশ্চয়ই তাকে লাঞ্ছিত করলেন এবং অত্যাচারীদের জন্যে কেউই সাহায্যকারী নাই।


رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا ۚ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ ﴿١٩٣﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই আমরা এক আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছিলাম যে, তোমরা স্বীয় প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন কর, তাতেই আমরা বিশ্বাস স্থাপন করেছি; হে আমাদের প্রতিপালক! অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন ও আমাদের দোষত্রুটি আমাদের থেকে মুছে দিন এবং পূণ্যবানদের সাথে আমাদেরকে মৃত্যু দান করুন।”


رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ ﴿١٩٤﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আপনি স্বীয় রাসূলগনের মাধ্যমে আমাদের সাথে যে অংগীকার করেছিলেন তা দান করুন এবং উত্থান দিবসে আমাদেরকে লাঞ্ছিত না করেন; নিশ্চয়ই আপনি অংগীকারের ব্যতিক্রম করেন না।



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة الأنعام
Sura Al-An’aam
Sura #6
Mecaan


إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا ۖ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ ﴿٧٩﴾

অর্থঃ আমি একনিষ্ঠভাবে তাঁহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই


إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿١٦٢﴾

অর্থঃ আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে।


لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَ‌ٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ ﴿١٦٣﴾

অর্থঃ তাঁহার কোন শরীক নাই এবং আমি ইহারই জন্য আদিষ্ট হইয়াছি (অর্থাৎ আমি যেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করি) এবং আমিই আত্নসমর্পণকারীদের মধ্যে প্রথম



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة الأعراف
Sura Al-A’raaf
Sura #7
Mecaan



رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ﴿٢٣﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অন্যায় করিয়াছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব 


رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ ﴿٤٧﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদেরকে জালিমদের সঙ্গী করবেন না


رَبِّنَا لَمَّا جَاءَتْنَا ۚ رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ ﴿١٢٦﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ধৈর্য দান করুন এবং মুসলিমরূপে আমাদেরকে মৃত্যু দিন


سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ ﴿١٤٣﴾

অর্থঃ মহিমময় আপনি (আল্লাহ), আমি অনুতপ্ত হইয়া আপনাতেই প্রত্যাবর্তন করিলাম এবং মু'মিনদের মধ্যে আমিই প্রথম


وَاكْتُبْ لَنَا فِي هَـٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ ۚ ﴿١٥٦﴾

অর্থঃ আমাদের জন্য নির্ধারিত করুন দুনিয়া ও আখিরাতে কল্যাণ, আমরা আপনার নিকট প্রত্যাবর্তন করিয়াছি



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة التوبة
Sura At-Tawbah
Sura #9
Medinan



حَسْبُنَا اللَّهُ سَيُؤْتِينَا اللَّهُ مِن فَضْلِهِ وَرَسُولُهُ إِنَّا إِلَى اللَّهِ رَاغِبُونَ ﴿٥٩﴾

অর্থঃ “আল্লাহই আমাদের পক্ষে যথেষ্ট, শীঘ্রই আল্লাহ স্বীয় অনুগ্রহে আমাদেরকে আরো দান করবেন ও তাঁর রাসূলও, আমরা আল্লাহর প্রতি আগ্রহী রইলাম।”


حَسْبِيَ اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ﴿١٢٩﴾

অর্থঃ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই আমি তাহারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة يونس
Sura Yunus
Sura #10
Meccan



عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ ﴿٨٥﴾

অর্থঃ আমরা আল্লাহর উপর নির্ভর করিলাম হে আমাদের প্রতিপালক! আমাদেরকে জালিম সম্প্রদায়ের উৎপীড়নের পাত্র করবেন না


وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ ﴿٨٦﴾

অর্থঃ এবং আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির সম্প্রদায় হইতে রক্ষা করুন



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة هود
Sura Hu’ud
Sura #11
Meccan



بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا ۚ إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ ﴿٤١﴾

অর্থঃ আল্লাহর নামে ইহার গতি ও স্থিতি, আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু


رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ ۖ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ ﴿٤٧﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! যে বিষয়ে আমার জ্ঞান নাই, সে বিষয়ে যাহাতে আপনাকে অনুরোধ না করি, এইজন্য আমি আপনার শরণ লইতেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
يوسف سورة
Sura Yousuf
Sura #12
Meccan



فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ﴿١٠١﴾

অর্থঃ হে আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা! আপনিই ইহলোক ও পরলোকে আমার অভিভাবক আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة ابراهيم
Sura Ibrahim
Sura #14
Meccan



رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى اللَّهِ مِن شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ ﴿٣٨﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আপনি তো জানেন যাহা আমরা গোপন করি ও যাহা আমরা প্রকাশ করি; আকাশমন্ডলী ও পৃথিবীর কোন কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না।


رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ ﴿٤٠﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য হইতেও হে আমাদের প্রতিপালক! আমার প্রার্থনা কবূল করুন


رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ﴿٤١﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! যেই দিন হিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে, আমার পিতামাতাকে এবং মু'মিনগণকে ক্ষমা করুন



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة الإسراء
Sura Al-Israa
Sura #17
Meccan



رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ﴿٢٤﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! তাহাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন


رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا ﴿٨٠﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে প্রবেশ করান কল্যাণের সঙ্গে এবং আমাকে নিষ্ক্রান্ত করেন কল্যাণের সঙ্গে এবং আপনার নিকট হইতে আমাকে দান করুন সাহায্যকারী শক্তি



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة الكهف
Sura Al-Kahf
Sura #18
Meccan



رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا ﴿١٠﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আপনি নিজ হইতে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة طه
Sura At-Taa-Haa
Sura #20
Meccan



رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ﴿٢٥﴾ وَيَسِّرْ لِي أَمْرِي ﴿٢٦﴾ وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي ﴿٢٧﴾ يَفْقَهُوا قَوْلِي ﴿٢٨﴾ وَاجْعَل لِّي وَزِيرًا مِّنْ أَهْلِي ﴿٢٩﴾ اشْدُدْ بِهِ أَزْرِي ﴿٣١﴾ وَأَشْرِكْهُ فِي أَمْرِي ﴿٣٢﴾ كَيْ نُسَبِّحَكَ كَثِيرًا ﴿٣٣﴾ وَنَذْكُرَكَ كَثِيرًا ﴿٣٤﴾ إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرًا ﴿٣٥﴾

অর্থঃ “হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার জন্য আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমার জন্য একজন সাহায্যকারী করে দিন আমার স্বজনদের মধ্যে থেকে। তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কর্মে অংশী করুন। যাতে আমরা আপনার অজস্র পবিত্রতা ও মহিমা ঘোষনা করতে পারি এবং আপনাকে অধিক স্মরন করতে পারি। আপনি তো আমাদের সম্যক দ্রষ্টা


رَّبِّ زِدْنِي عِلْمًا ﴿١١٤﴾

অর্থঃ “হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করুন।”



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة الأنبياء
Sura Al-Anbiya
Sura #21
Meccan



رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ ﴿٨٣﴾

অর্থঃ “আমি নিদারুন সঙ্কটে পড়েছি, আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু।”


لَّا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ ﴿٨٧﴾

অর্থঃ “আপনি ছাড়া কোন (সত্য) ইলাহ নাই; আপনি পবিত্র, মহান; আমি তো সীমালংঘনকারীদের একজন।”


رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ ﴿٨٩﴾

অর্থঃ “হে আমার প্রতিপালক! আমাকে একা (সন্তানহীন) ছেড়ে দিয়েন না এবং আপনিই (আল্লাহ) সর্বোত্তম উত্তরাধিকারী।”



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة المؤمنون
Sura Al-Muminoon
Sura #23
Meccan



رَّبِّ أَنزِلْنِي مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ ﴿٢٩﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে এমনভাবে অবতরণ করিয়ে নিন যাহা হইবে কল্যাণকরুন; আর আপনিই শ্রেষ্ঠ অবতরণকারী


رَبِّ فَلَا تَجْعَلْنِي فِي الْقَوْمِ الظَّالِمِينَ ﴿٩٤﴾

অর্থঃ “হে আমার প্রতিপালক! আপনি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না


رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ ﴿٩٧﴾ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ ﴿٩٨﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে, হে আমার প্রতিপালক! আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে


رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ ﴿١٠٩﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান আনিয়াছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন দয়া করুন, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু


رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ ﴿١١٨﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! ক্ষমা করুন দয়া করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة الفرقان
Sura Al-Furqan
Sura #25
Meccan



رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ﴿٦٥﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদের হইতে জাহান্নামের শাস্তি বিদূরিত করুন, উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ


رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا ﴿٧٤﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য এমন স্ত্রী সন্তান-সন্ততি দান করুন যাহারা হইবে আমাদের জন্য নয়নপ্রীতিকর এবং আমাদেরকে করুন মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة الشعراء
Sura Ash-Sua’raa
Sura #26
Meccan



رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ﴿٨٣﴾ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ ﴿٨٤﴾ وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ ﴿٨٥﴾ وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ ﴿٨٦﴾ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ ﴿٨٧﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞান দান করুন এবং সৎকর্মপরায়ণদের মধ্যে শামিল করুন আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করুন এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন, আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থান দিবসে



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة النمل
Sura An-Naml
Sura #27
Meccan



رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ ﴿١٩﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আপনি আমাকে সামর্থ্য দিন যাহাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি, আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করিয়াছেন তাহার জন্য এবং যাহাতে আমি সৎকার্য করিতে পারি, যাহা আপনি পছন্দ করেন এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের শামিল করুন


رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَانَ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٤٤﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আমি তো নিজের প্রতি জুলুম করিয়াছিলাম, আমি সুলায়মানের সঙ্গে জগতসমূহের প্রতিপালক আল্লাহর নিকট আত্নসমর্পণ করিতেছি



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة القصص
Sura Al-Qasas
Sura #28
Meccan



رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ﴿١٦﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আমি তো আমার নিজের প্রতি জুলুম করিয়াছি; সুতরাং আমাকে ক্ষমা করুনঅতঃপর তিনি তাহাকে ক্ষমা করিলেন তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু


رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ ﴿٢١﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আপনি জালিম সম্প্রদায় হইতে আমাকে রক্ষা করুন


رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ ﴿٢٤﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আপনি আমার প্রতি যে অনুগ্রহ করিবেন, আমি তো তাহার কাঙ্গাল



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة غافر
Sura Al-Gaafir/Mu’min
Sura #40
Meccan



رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ ﴿٧﴾ رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿٨﴾ وَقِهِمُ السَّيِّئَاتِ ۚ وَمَن تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ ۚ وَذَ‌ٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿٩﴾

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আপনার দয়া জ্ঞান সর্বব্যাপী অতএব যাহারা তওবা করে আপনার পথ অবলম্বন করে আপনি তাহাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করুন হে আমাদের প্রতিপালক! আপনি তাহাদেরকে দাখিল করুন স্থায়ী জান্নাতে, যাহার প্রতিশ্রুতি আপনি তাহাদেরকে দিয়েছেন এবং তাহাদের পিতামাতা, পতি-পত্নী সন্তান-সন্ততিদের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহাদেরকেও আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় এবং আপনি তাহাদেরকে শাস্তি হইতে রক্ষা করুন সেই দিন আপনি যাহাকে শাস্তি হইতে রক্ষা করিবেন, তাহাকে তো অনুগ্রহই করিবেন; ইহাই তো মহাসাফল্য



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة الأحقاف
Sura Al-Ahqaaf
Sura #46
Meccan



رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ ﴿١٥﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আপনি আমাকে সামর্থ্য দিন, যাহাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি, আমার প্রতি আমার পিতা-মাতার প্রতি আপনি যে অনুগ্রহ করিয়াছেন তাহার জন্য এবং যাহাতে আমি সৎকর্ম করিতে পারি যাহা আপনি পছন্দ করেন; আমার জন্য আমার সন্তান-সন্ততিদেরকে সৎকর্মপরায়ণ করুন, আমি আপনারই অভিমুখী হইলাম এবং আমি অবশ্যই আত্নসমর্পণকারীদের অন্তর্ভুক্ত



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة الحشر
Sura Al-Hashr
Sura #59
Meccan



رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ ﴿١٠﴾

অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে ক্ষমা করুন যারা আমাদের পূর্বে ঈমান এনেছে এবং মু’মিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা-বিদ্বেষ সৃষ্টি করবেন না। হে আমাদের প্রতিপালক! আপনি তো দয়াময়, পরম দয়ালু।”



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة الممتحنة
Sura Al-Mumtahina
Sura #60
Medinan



رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ ﴿٤﴾ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿٥﴾

অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আমরা তো আপনারই উপর নির্ভর করেছি, আপনারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো আপনারই নিকট। হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে কাফিরদের পরীক্ষার বস্তুতে পরিণত করবেন না। হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة التحريم
Sura At-Tahrim
Sura #66
Medinan



رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿٨﴾

অর্থঃ “হে আমাদের প্রতিপালক! আমাদের নূরকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।”


رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ ﴿١١﴾

অর্থঃ “হে আমার প্রতিপালক! আপনার নিকট জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মান করুন এবং আমাকে উদ্ধার করুন ফিরআ’উন ও তার দুষ্কৃতি হতে এবং আমাকে উদ্ধার করুন যালিম সম্প্রদায় হতে।”



بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
سورة نوح
Sura Nooh
Sura #71
Meccan


رَّبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا ﴿٢٦﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফিরগণের মধ্য হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিবেন না


رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا ﴿٢٨﴾

অর্থঃ হে আমার প্রতিপালক! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে এবং যারা মু’মিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মু’মিন পুরুষ ও মু’মিন নারীদের পরিত্রান করুন। আর যালিমদের জন্য ধ্বংস ছাড়া অন্য কিছু বৃদ্ধি করবেন না

No comments:

Post a Comment