অধ্যায়
৩ ~ কুফরী দলকে সমর্থন করার পরিণাম
জাতীয়তাবাদ,
ধর্মনিরপেক্ষতা, জনগনের সার্বভৌমত্ব, জনগনই আইনের উৎস, বস্তুবাদ প্রভৃতি জাহেলী আদর্শের
দিকে আহ্বানকারী দলসমূহে যোগ দেয়া মুসলিমদের জন্য সম্পূর্ন হারাম। কেননা এসব আর্দশ
ইসলাম ব্যতীত ভিন্ন কোন দ্বীন থেকে উদ্ভূত। আল্লাহ বলেনঃ
وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ
دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ كَيْفَ
يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ
الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ
ۚ
وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
কেউ ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন গ্রহন করতে চাইলে তা কখনো কবুল করা হবে
না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত। আল্লাহ কিভাবে সৎপথে পরিচালিত করবেন
সেই কওমকে, যারা ঈমান আনার পর ও রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেয়ার পর এবং তাদের নিকট
স্পষ্ট নিদর্শন আসার পর কুফরী করে? আল্লাহ যালিম কওমকে সৎপথে পরিচালিত করেন না। [সূরা আল-ইমরানঃ ৮৫-৮৬]
এদের
পরিণতি ব্যাপারে রাসূল (সাঃ) বলেনঃ
وَمَنْ
ادَّعَى دَعْوَى الْجَاهِلِيَّةِ فَإِنَّهُ مِنْ جُثَا جَهَنَّمَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ وَإِنْ صَلَّى
وَصَامَ؟ قَالَ وَإِنْ صَلَّى وَصَامَ ...
যে ব্যক্তি জাহিলিয়্যাতের কোনো বিষয়ের
দিকে আহবান জানাবে, সে জাহান্নামের ইন্ধন হবে। এক ব্যক্তি জিজ্ঞেস করলোঃ যদিও
সে নামাজ পড়ে ও রোযা রাখে? তিনি (সাঃ) বললেনঃ যদিও সে নামাজ পড়ে ও রোযা রাখে। [তিরমিযি]
মুসনাদে
আহমদের রেওয়ায়াতে আছেঃ
وَمَنْ
دَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ فَهُوَ مِنْ جُثَاءِ جَهَنَّمَ قَالُوا
يَا رَسُولَ اللَّهِ وَإِنْ صَامَ وَإِنْ صَلَّى؟ قَالَ وَإِنْ صَامَ وَإِنْ
صَلَّى وَزَعَمَ أَنَّهُ مُسْلِمٌ
যে ব্যক্তি জাহিলিয়্যাতের কোনো বিষয়ের
দিকে আহবান জানাবে, সে জাহান্নামের ইন্ধন হবে। তারা জিজ্ঞেস করলোঃ যদিও
সে রোযা রাখে ও নামাজ পড়ে? তিনি (সাঃ) বললেনঃ যদিও সে রোযা রাখে ও নামাজ পড়ে ও নিজেকে
মুসলিম বলে মনে করে।
জনগণের
উপর জুলুমকারী এসমস্ত দলে যোগ দিলে কোনো ব্যক্তি ইসলাম থেকেই বের হয়ে যাবে। রাসূলুল্লাহ
(সাঃ) বলেনঃ
مَنْ مَشَى مَعَ ظَالِمٍ
يقويه وَهُوَ يَعْلَمُ أَنَّهُ ظَالِم فَقَدْ خَرَجَ مِنَ الإِسْلامِ
যে ব্যক্তি কোনো জালিমের সাথে চলে
তার শক্তি বৃদ্ধি করে, অথচ সে জানে ওই ব্যক্তি জালিম, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে
গেল। [বায়হাকী]
No comments:
Post a Comment