রবিবার, ২৫শে
রমজান, ১৪৩৬ হিজরি ১২/০৭/২০১৫
::প্রেস বিজ্ঞপ্তি::
ঢাকা বিশ্ববিদ্যালয়
হতে হিযবুত তাহরীর-এর কর্মীদের বরখাস্তের ঘটনা এই সত্যকেই সামনে নিয়ে আসল যে,
ধর্মনিরপেক্ষতাবাদের পতাকা বহনকারীরা ইসলামকে বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবেলা করতে
চরমভাবে ব্যর্থ হয়েছে
গত বৃহস্পতিবার (০৯
জুলাই, ২০১৫), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে যে, হিযবুত তাহরীর-এর
প্রচারপত্র বিতরণের অভিযোগে তারা বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রকে বরখাস্ত করেছে। এসব
ছাত্ররা হলেন: ব্যবস্থাপনা বিভাগের মাষ্টার্সের ছাত্র মো. শিহাব উদ্দিন এবং মো.
সাইদি হাসান সজীব, হিসাববিজ্ঞান বিভাগের মাষ্টার্সের ছাত্র তরিকুল ইসলাম এবং
অনার্সের ছাত্র নাকিব ফারহান এবং মো. আলমগীর হোসাইন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম
আমজাদ আলী মিডিয়াকে বলেন যে, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন ও নিরাপত্তা
হুমকির কারণে এসব ছাত্রকে বরখাস্ত করা হয়েছে!
ঢাকা বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষের এমন ন্যাক্কারজনক সিদ্ধান্ত তথাকথিত গণতন্ত্র ও বাক স্বাধীনতার
ধারক-বাহকদের কর্তৃক ঐতিহাসিক প্রতারণার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। যদিও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী ক্যাম্পাসে স্বাধীনতার চেতনা রক্ষায় তার
দায়িত্ব নিয়ে মিথ্যা গর্ব করেছে, অথচ প্রকৃত সত্য হচ্ছে সেও ‘রাজনৈতিক ইসলাম’
ব্যতীত অন্য সবকিছুকে সহ্য করে নেয়ার একই সাম্রাজ্যবাদী চেতনাকে বহন করছে। হিযবুত
তাহরীর-এর কর্মী এসব মেধাবী ছাত্রগণ কর্তৃক সর্বশক্তিমানের সত্যবাণী নিয়ে
ছাত্র-শিক্ষকদের সাথে বুদ্ধিবৃত্তিক আলোচনা কোন নিরাপত্তার জন্য হুমকি? যে দল শত
যুলুমের মাঝেও, এমনকি সরকার কর্তৃক সীমাহীন যুলুম ও নির্যাতনের মুখেও কখনও সশস্ত্র
সংগ্রামের পথ বেছে নেয়নি এবং ধারাবাহিক বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক সংগ্রামের কারণে
জনগণের নিকট ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ধিক্কার বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি যারা এমনকি কিছু সাহসী কণ্ঠেরও মুখোমুখি হতে
পারলো না, অথচ তারা তাদের বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের “মুক্তচিন্তার” মূল
প্রতিকৃতি হিসেবে এর গুণকীর্তন গেয়ে বেড়ায়! সুতরাং, বিশ্ববিদ্যালয়ের প্রবেশমূখে
নবনির্মিত “মুক্তি ও গণতন্ত্র” ফটক এখন থেকে ঢা.বি কর্তৃপক্ষের দ্বৈতনীতির প্রতীক
হয়ে থাকবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির (Proctorial Body) কাছে প্রশ্ন
রাখতে চাই, ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার জন্য ব্যাপক চাঁদাবাজি ও সহিংস
কর্মকান্ডে লিপ্ত ছাত্রলীগকে কেন আপনারা নিষিদ্ধ করছেন না? সুতরাং, হিযবুত
তাহরীর-এর নিরীহ কর্মীদের বরখাস্ত শুধু ঢা.বি কর্তৃপক্ষের ব্যর্থতারই প্রতীক নয়,
বরং এটা ধর্মনিরপেক্ষ গণতন্ত্রেরও ব্যর্থতা, কারণ সে তার আদর্শকে আলোচনা ও
বিতর্কের মাধ্যমে রক্ষা করতে ব্যর্থ।
হে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষ্ঠাবান ছাত্র ও শিক্ষকগণ!
হিযবুত তাহরীর
আপনাদের আহ্বান জানাচ্ছে, কর্তৃপক্ষের এমন যুলুম ও দ্বৈতনীতির সিদ্ধান্তের
বিরুদ্ধে আপনারা সোচ্চার হউন। কোন দোষে উম্মাহ্’র এসব গর্বিত সাহসী সন্তানেরা
ভুক্তভোগী হবে? তারা তো নিজস্ব কোন স্বার্থে এই ধারাবাহিক রাজনৈতিক সংগ্রামরত নয়;
বরং আপনাদের কল্যাণ হাসিলের জন্য, এই স্বৈরাচারী সরকারের কবল হতে আপনাদেরকে রক্ষার
জন্য তারা তাদের পার্থিব দুনিয়াকে বিসর্জন দিচ্ছে। সুতরাং, খিলাফতের এসব উদ্যমী
কর্মীদের সমর্থনে এগিয়ে আসা আপনাদের নৈতিক এবং ইসলামী দায়িত্ব, কারণ তারাই এই
মানবরচিত যুলুমের শাসনের কবল থেকে পরিত্রাণের আপনাদের একমাত্র আশা।
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্ এবং তাঁর রাসুলের সে আহ্বানে সাড়া
দাও যখন তিনি তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের মধ্যে প্রাণের সঞ্চার
করে। জেনে রেখো, আল্লাহ্ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান। বস্তুতঃ
তোমরা সবাই তাঁরই নিকট সমবেত হবে।” [সূরা আল-আনফালঃ
২৪]
হিযবুত তাহরীর-এর
মিডিয়া কার্যালয়, উলাই’য়াহ্ বাংলাদেশ
Mobile: +8801798367640 Skype: htmedia.bd
New
official Website: www.ht-bangladesh.info
হিযবুত
তাহরীর-এর আমীর শেখ আতা’ ইবনে খলিল আবু-রাশতা-এর ফেসবুক লিংকঃ www.facebook.com/Ata.AbualRashtah
Hizbut Tahrir official website: www.hizb-ut-tahrir.org
Hizbut Tahrir Media Website: www.hizb-ut-tahrir.info
Hizbut Tahrir Media Website: www.hizb-ut-tahrir.info
No comments:
Post a Comment