:: নং-
১৪৩৫-১২/০১ বৃহঃস্পতিবার, ০৮ জিলহাজ্জ,
১৪৩৫ হিজরী ০২.১০.২০১৪ইং ::
প্রেস বিজ্ঞপ্তি
হে মুসলিমগণ!
রাসূলুল্লাহ (সাঃ) এবং পবিত্র হজ্বের বিরুদ্ধে হাসিনার মন্ত্রী লতিফ সিদ্দিকীর
ধৃষ্টতাপূর্ণ এবং অবমাননাকর মন্তব্যের জন্য একমাত্র খিলাফত তাকে গ্রেফতার ও
শাস্তির মুখোমুখি করবে
রাসূলুল্লাহ (সাঃ)
এবং পবিত্র হজ্বের বিরুদ্ধে মন্তব্যের কারণে তার কোন শাস্তি হবে না জেনেই শেখ
হাসিনার কুফর সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী এরূপ ধৃষ্টতা
দেখিয়েছে। সে শুধু জানতোই না বরং এ ব্যাপারে নিশ্চিত ছিল; হাসিনা সরকার যে তাকে এই
অপরাধের জন্য গ্রেফতার ও শাস্তি দিবে না, এ ব্যাপারে সে পূর্ণ অবগত ছিল। কারণ, ইসলামের
প্রতি ঘৃণা ও বিদ্বেষ হচ্ছে এই সরকারের একটি বিশেষ বৈশিষ্ট্য যা সে ক্ষমতা গ্রহণের
প্রথম দিন থেকে পৃষ্ঠপোষকতা এবং লালন-পালন করে আসছে। এই সরকার যে কাউকে ইসলামকে
আক্রমন করার লাগামহীন স্বাধীনতা দিয়েছে এবং একই সময়ে ইসলামের দাওয়াহ বহনকারীদেরকে
দমন করেছে। হাসিনা স্বয়ং নিজে বিশ্বব্যাপী এটা বলে তার সরকারের শ্রেষ্ঠত্বের
গুণ-কীর্তন গেয়ে বেড়াচ্ছে যে, একমাত্র তার সরকার হচ্ছে বাংলাদেশে ইসলামের উত্থান
ঠেকানোর একমাত্র অবলম্বন, যাকে সে ঔদ্ধত্যপূর্ণভাবে “সন্ত্রাসবাদের উত্থান” হিসেবে
আখ্যা দিচ্ছে। যখন তার মন্ত্রী নিউইয়র্কে বসে এরূপ মন্তব্য করেছে, তখন হাসিনাও কি
জাতিসংঘে বসে প্রকৃতপক্ষে একই কাজ করেনি? মুলতঃ তারা উভয়েই নব্য-ক্রুসেডারদের মোড়ল
আমেরিকাতে বসে ইসলামকে আক্রমন করেছে, শুধুমাত্র তাদের ভাষা এবং অভিব্যক্তি কিছুটা
ভিন্ন; সুতরাং তারপরও কিভাবে আশা করা যায় সরকার এই নীচ ব্যক্তিকে শাস্তি দিবে? আর
এজন্যই লতিফ সিদ্দিকী বিবিসি বাংলায় তার রেডিও ইন্টারভিউতে বলেছে যে, যদি শেখ
হাসিনা বলে তবেই কেবল সে তার বক্তব্য প্রত্যাহার করবে নতুবা নয় এবং এখন পর্যন্ত সে
তার বক্তব্য প্রত্যাহার করে নেয়নি...
হে মুসলিমগণ!
আমরা দেখতে পাচ্ছি,
কোন সাধারণ জনগণ যদি শেখ হাসিনা কিংবা তার পিতাকে, যাকে সে জাতির পিতা বলে ডাকে,
“কটুক্তি” করে তবে তৎক্ষনাৎ হাসিনা তাকে গ্রেফতার করে এবং শাস্তি দেয়। কারণ এটা
তার নিকট অত্যন্ত মূল্যবান বিষয়। অন্যদিকে সে রাসূল (সাঃ) এবং দ্বীন সম্পর্কে
কটুক্তিকারী ব্লগারদের শাস্তির দাবিকারী ওলামাদের শাপলা চত্ত্বরে হত্যার নির্দেশ
দেয়। কোথায় সেই শাসক যার নিকট সেটাই মূল্যবান যা আপনাদের নিকট মূল্যবান? কোথায় সেই
শাসক, যার নিকট আল্লাহ, তাঁর রাসূল (সাঃ) এবং দ্বীন ততটাই প্রিয় যতটা আপনাদের নিকট
প্রিয়? আর এই শাসক খলিফা ছাড়া আর কেউ নন, যিনি রাসূল (সাঃ), ইসলাম এবং মুসলিমদের
সম্মান রক্ষায় দ্রুত পদক্ষেপ নিবেন। সুতরাং এই বিষয়ে কালবিলম্ব না করে খিলাফত
রাষ্ট্র পুণঃপ্রতিষ্ঠার মাধ্যমে আপনাদের শাসক হিসেবে একজনকে খলিফা নিয়োগ দেয়া
আপনাদের কর্তব্য। নতুবা, পূর্বের বহুবারের মত এবারও কিছু সময়ের জন্য আপনারা প্রতিবাদ
করবেন এবং আপনাদের কর্মশক্তি স্তিমিত হতে না হতেই আরেক লতিফ তার ঘৃণ্য মাথা উচু
করবে এবং এভাবেই তা চলতে থাকবে অথবা আরও খারাপ কিছু হবে।
হিযবুত তাহরীর-এর মিডিয়া কার্যালয়
উলাই’য়াহ বাংলাদেশ
Hizb ut Tahrir Bangladesh
Official Website: http://www.ht-bangladesh.info/
Mobile: +8801798367640 Skype: htmedia.bd
Hizb ut Tahrir Official
Website: http://www.hizb-ut-tahrir.org/
No comments:
Post a Comment