3.1.16

প্রেস বিজ্ঞপ্তিঃ সৌদি নেতৃত্বাধীন ‘ইসলামী সামরিক জোট’-কে ইসলামের পুনরূত্থান ঠেকাতে মার্কিনী ও পশ্চিমাদের কর্তৃক পরিকল্পিত চরম প্রতারণা হিসেবে দৃঢ়কণ্ঠে প্রত্যাখ্যান করুণ

শুক্রবার, ০৭ রবিউল আউয়াল, ১৪৩৭ হিজরি                                                     ১৮. ১২. ২০১৫ ইং

::প্রেস বিজ্ঞপ্তি::

সৌদি নেতৃত্বাধীনইসলামী সামরিক জোট’-কে ইসলামের পুনরূত্থান ঠেকাতে মার্কিনী পশ্চিমাদের কর্তৃক পরিকল্পিত চরম প্রতারণা হিসেবে দৃঢ়কণ্ঠে প্রত্যাখ্যান করুণ

গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর, ২০১৫) সৌদি আরব ৩৪টি মুসলিম দেশের সমন্বয়ে ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশর, আফগানিস্তান অন্যান্য মুসলিম দেশে তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য একটি সামরিক জোটের ঘোষণা দেয় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই উদ্যোগকে স্বাগত জানায় এবং বলে যে, বাংলাদেশ এই জোটে অংশগ্রহনের জন্য আন্তরিকভাবে সম্মত হয়েছে কারণ এটাসহিংস উগ্রবাদেরবিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, অন্যকথায়, ইসলামের বিরুদ্ধে যালিম হাসিনার জিরো টলারেন্স নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ

এই প্রতারণাপূর্ণইসলামী সামরিক জোটেরপেছনে নির্মম সত্য হচ্ছে, এটা ইসলাম মুসলিমদের বিরুদ্ধে মার্কিনী পশ্চিমাদের বিশ্বব্যাপী পরিচালিত যুদ্ধের আরেকটি নতুন প্লাটফর্ম ছাড়া আর কিছুই না আইএসআইএস-এর বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে সিরিয়ার দৃঢ়প্রতিজ্ঞ মুসলিম জনগণের বিরুদ্ধে সামরিক অভিযানে আরও সহযোগীতার জন্য আমেরিকা কর্তৃক তার পদানত আরব অন্যান্য মুসলিম দেশের শাসকদের উপর ক্রমাগত চাপের মুখে অঞ্চল তার বাইরে এসব দালাল শাসকেরা তাদের প্রভুদের স্বার্থে এগিয়ে এসেছে এবং তাই আমরা দেখতে পেয়েছি যে, মার্কিন প্রতিরক্ষা সচিব এশ কার্টার মার্কিন নেতৃত্বাধীন অভিযানে আরও সমর্থন জোগানোর জন্য তার আঞ্চলিক সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার তুরষ্কে ইনকিরলিক বিমানঘাটিতে পৌছানোর পর তৎক্ষণাৎ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেএই জোটকে হুবুহু আমাদের নীতির সাথে এক মনে হচ্ছে, যা আমরা বেশ কিছুদিন যাবৎ আকাঙ্খা করছিলাম, যা আইএসআইএল-এর বিরুদ্ধে লড়াইয়ে সুন্নী আরব দেশগুলো কর্তৃক অভিযানে বড় অবদান রাখবে

মার্কিন নেতৃত্বাধীন ক্রুসেডার পশ্চিমারা শক্তিশালী খিলাফত রাষ্ট্রের দাবিতে নিষ্ঠাবান মুসলিমদের বিশ্বব্যাপী আন্দোলনে অংশগ্রহনকে ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে, যা সিরিয়াতে তীব্ররূপ ধারন করেছে সকল বিকল্প ব্যবহার শেষে, অবশেষে ক্লান্ত হয়ে ঘৃণ্য মার্কিনীরা এখন শুধু সিরিয়াতেই নয়, প্রয়োজনে মুসলিম বিশ্বের যেকোন প্রান্তে সত্যনিষ্ঠ মুসলিমদের জাগরণকে সম্পূর্ণ ধ্বংস করতে মুসলিম সেনাবাহিনীর গভীরতর অংশগ্রহণ চাচ্ছে এবং তাই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে এই ধরনের সামরিক জোটের উত্থান দেখছি গত মঙ্গলবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ডেপুটি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিষ্ট লক্ষ্যটি সুস্পষ্ট হয়েছে, যেখানে সে উদ্দেশ্যটি পরিষ্কার করে বলে যে, এই জোটশুধু আইএসআইএল নয়, যেকোন সন্ত্রাসী সংগঠন”-কে লক্ষ্য করে একসাথে কাজ করবে এবংআন্তর্জাতিক সম্প্রদায়এর সহযোগীতায়, অন্যকথায় পশ্চিমা ক্রুসেডারদের সহযোগীতায় উম্মাহ্কে পেছন দিক থেকে ছুরিকাঘাত করতে সৌদি রাজতন্ত্র সবসময় কেন্দ্রীয় ভুমিকা পালন করে আসছে, পশ্চিমা সাম্রাজ্যবাদীদের সাথে চক্রান্তের মাধ্যমে খিলাফত রাষ্ট্র ধ্বংসের মাধ্যমে যার যাত্রা শুধু হয় এবং এখন ২য় খিলাফতে রাশেদাহ্ প্রত্যাবর্তন যখন আসন্ন, তখন কৃত্রিমভাবে গঠিত মুসলিম জাতি-রাষ্ট্রসমূহের বিশ্বাসঘাতক শাসকেরা খিলাফতের জন্য উম্মাহ্ আকাঙ্খা সংগ্রামের উপর চরম ক্ষতি সাধনের লক্ষ্যে স্বঘোষিতখাদেমুল হারামাইন’(!)-এর নেতৃত্বের অধীনে একত্রিত হয়েছে

হে দেশবাসী! হে সামরিক বাহিনীর নিষ্ঠাবান অফিসারগণ! হিযবুত তাহরীর, আপনাদের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছে, আপনারা মার্কিনী পশ্চিমাদের কর্তৃক পরিকল্পিত নবগঠিত এই জোটের পেছনে ঘৃণ্য চক্রান্ত সম্পর্কে সাবধান হউন, যার উদ্দেশ্য হচ্ছে মুসলিম সেনাবাহিনীকে দিয়ে মুসলিমদের হত্যা করা, কারণ পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে ইতিমধ্যে ক্লান্ত এবং পরাজিত আপনাদের অবশ্যই স্মরণ রাখা উচিত যে, আপনাদেরকে একদিন আল্লাহ্ আজ্জা ওয়া যাল-এর সামনে জবাবদিহী করতে হবে, যদি আপনারা বিশ্বাসঘাতক হাসিনাকে তার সিদ্ধান্ত অনুযায়ী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে ইসলামী আন্দোলনকে ধ্বংস করতে এই জোটে যোগ দিতে সমর্থন দেন বরং দলের আমীর শেখআতা ইবনে খলিল আবু আর-রাশতাহ্-এর সাহসী নেতৃত্বের অধীনে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা পশ্চিমা ক্রুসেডারদের মোকবেলায় সত্যনিষ্ঠ হিযবুত তাহরীর-কে সমর্থন সহায়তা করুণ


হিযবুত তাহরীর-এর মিডিয়া কার্যালয়, উলাই’য়াহ্‌ বাংলাদেশ

Mobile: +8801798367640                    Skype: htmedia.bd

Hizb ut Tahrir/Wilayah Bangladesh Official Website: www.ht-bangladesh.info

হিযবুত তাহরীর-এর আমীর শেখ আতা’ ইবনে খলিল আবু-রাশতা-এর ফেসবুক লিংকঃ https://www.facebook.com/AtaabuAlrashtah.ht

Hizbut Tahrir official website: www.hizb-ut-tahrir.org
Hizbut Tahrir Media Website:
 www.hizb-ut-tahrir.info